কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অবৈধ ভাবে কয়লা তৈরির কারখানা করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানাসহ কয়লা তৈরির ৫ টি চুলি ভেঙ্গে দিয়েছে ভ্রাম্য আদালত। সোমবার ৬ ই জানুয়ারী বিকাল পাঁচ টায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৪ নং গয়ড়া গ্রামের দক্ষিণ গয়ড়া মাঠে অবৈধ ভাবে কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শার্শা উপজেলার গাতির কায়বা গ্রামের মৃত আজগর আলীর পুত্র মোঃ রফিকুল ইসলামের পরিচালিত অবৈধ কয়লা তৈরির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা ও ৫ টি কয়লা তৈরির চুলী ভেঙে দিয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাহমিনা সুলতানা নীলা (ভূমি), ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটার হিসাবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (এ,ডি) সরদার শরিফুল ইসলাম সাতক্ষীরা, কলারোয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনর ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন, ইউ পি সদস্য মোঃ সাহানুর রহমান, ভূমি অফিসের অফিস সহকারী প্রণব বাবু, এম ফারুক হোসেন, মোঃ আক্তারুল ইসলাম, কৃষক মজিবুর রহমান।