মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগরে উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়ন হরিনগর বাজার সংলগ্ন মালন্চ নদী থেকে অবৈধ বালু উত্তোলন বাল্কহেড জব্দ করে মুন্সীগঞ্জ নৌপুলিশ। সোমবার বেলা ১০ দিকে নৌ পুলিশ ইনচার্জ তারক বিশ্বাস নেতৃত্ত্বে সঙিয় ফোর্স সহ নদী অভিযান চালায় এ সময় অবৈধ বালু বোঝাই বাল্কহেড সহ ৫জন কে আটক করে। তাদের কাছে বৈধ কাগজপত্র চাইলে তারা দেখাতে পারে নাই। ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বেলা ১২ টায় হরিনগর বাজার মালান্চ নদীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুলাহ। এসময় বুলবুল শেখ . হুমায়ূন শেখ, হেদায়েত হোসেন, আলিম, নুর মোঃ, সর্ব সাঃ কালিয়া থানা লড়াইল। ৫জন কে আটক করে জরিমানা করে নগদ অর্থ আদায় করেন। এসময় স্থানীয় কর্তব্যরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।