বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ড্রোন টেকনোলজির উপর অভিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা সিপিপি ও আইওএম এর আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সিপিপি ও আইওএম এর কর্মকর্তা-সদস্যবৃন্দের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার পৌরশাসক মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সিপিপির উপ-পরিচালক (প্রশাসন) শরাফত হোসাইন খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুনসী নুর মোহাম্মদ। সভায় অধুনিক ড্রোন দিয়ে দূর্যোগের আগে ও পরে বিভিন্ন তথ্য সংগ্রহ বিষয়ে আলোচনা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।