শ্রীউলা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলিমাখালী আজিজিয়া সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাদ্রাসার উদ্যোগে গতকাল বেলা ১১টায় মাদ্রাসার হল রুমে মনোরম পরিবেশে অভিভাবক সমাবেশটি অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আলহাজ্ব মাও: সোহরাব হোসাইনের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মাও: সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন অধ্যক্ষ মাও: সোহরাব হোসাইন। মাদ্রাসার সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীর পড়া লেখার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে এবং নতুন পাঠ্য পুস্তক পাঠ দানের নতুন কারিকুলাম সহ বিভিন্ন বিষয়ের উল্লেখযোগ্য দিক তুলে ধরে দিকনির্দেশনা মূলক আলোচনা রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত উপ অধ্যক্ষ মাও:মোস্তফা মিজানুর রহমান, প্রভাষক মাও: ওসমান গনি, আবু হানিফ, বিপিএড শিক্ষক ইকবাল জাবিদ কাজল, সহকারী শিক্ষক রেজাউল করিম ও ঝর্ণা খাতুন প্রমূখ। এ সময় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকবৃন্দ সহ এলাকার সুধী জনেরা উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।