শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী আজিজিয়া ছিদ্দিকীয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা সোহরাব হোসাইনের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার বাংলা বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক আব্দুল বারী’র সঞ্চালনায় মাদ্রাসার হলরুমে সুন্দর ও মনোরম পরিবেশে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভাটির মূখ্য বিষয় ছিল ছাত্র-ছাত্রীদের পড়া লেখার মান উন্নয়নের নিমিত্তে অভিভাবক মন্ডলীর সচেতনতা মূলক কিছু মৌলিক বিষয় নিয়ে। উক্ত সভায় শিক্ষকমন্ডলীর পক্ষে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন আরবী প্রভাষক মাওঃ মিজানুর রহমান এবং ছাত্র-ছাত্রীদেরকে আন্তরিকতার সাথে পাঠ দান ও সুশিক্ষিত করে গড়ে তোলার লক্ষে অভিভাবক মন্ডলীর পক্ষে আলোচনা রাখেন ডাঃ শওকত আলী, ইউছুপ আলী, সমাজ সেবক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।