শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

অভিযুক্ত হতে পারেন ট্রাম্প

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩

এফএনএস বিদেশ : প্রাক্তন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে তাকে অর্থ দেওয়ার অভিযোগে অভিযুক্ত হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যদি তাই হয় তাহলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম ফৌজদারি মামলা। এমনটি হলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের এর প্রতিবাদ করতে রাস্তায় নেমে আসার আহŸান জানিয়েছিলেন ট্রাম্প। তার এই আহŸানে সাড়া দিয়ে তার সমর্থকরা গত ৬ জানুয়ারি, ২০২১ এ ওয়াশিংটনে মার্কিন ক্যাপিটলে চালানো হামলার মতো সহিংসতায় জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর। পরিস্থিতি মোকাবেলায় গত সোমবার নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষ ম্যানহ্যাটন আদালত ভবনের চারপাশে ব্যারিকেড বসিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এই আদালতেই ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের শুনানি চলছে। তবে ট্রাম্পের আহŸানে সাড়া দিয়ে তারা ফাঁদে পড়ে যেতে পারে এমন শঙ্কায় বেশ কয়েকটি কট্টর ডানপন্থি তৃণমূল গোষ্ঠী তার ডাকে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে একজন গ্র্যান্ড জুরি সোমবারও কয়েকজনের সাক্ষ্য শুনেছেন। তিনি চলতি সপ্তাহেই ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ফের রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার চেষ্টায় আছেন ট্রাম্প, তার আশঙ্কা গতকাল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হতে পারে। যদি তিনি অভিযুক্ত হন তাহলে হোয়াইট হাউজে তার ফিরে আসার চেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে। সাত দিন ধরে রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোস এর চালানো এক জরিপ সোমবার শেষ হওয়ার পর দেখা যায়, প্রায় ৪৪ শতাংশ রিপাবলিকান বলেছেন অভিযুক্ত হলে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া উচিত। প্রাক্তন পর্ন তারকা ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে মুখ না খুলতে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের এক আইনজীবী। পরবর্তীকালে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে ট্রাম্পের সেই আইনজীবী মাইকেল কোহেনের জেল হয়েছিল; তবে শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। ট্রাম্প বেশ কয়েকটি আইনি চ্যালেঞ্জের মোকাবেলা করছেন। এগুলোর মধ্যে ম্যানহ্যাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্রাগের চালানো ড্যানিয়েলের অভিযোগের তদন্তটি অন্যতম। এ বিষয়ে মন্তব্যের জন্য জানানো অনুরোধে ব্রাগের দপ্তর তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো পর্যবেক্ষ করছে এবং শহরে ‘অনাকাক্সিক্ষত কিছু ঘটছে’ কিনা তার উপর নজর রাখছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, আমলে নেওয়ার মতো কোনো হুমকির কথা জানা নেই। অভিযুক্ত হলে আঙ্গুলের ছাপ ও অন্যান্য প্রক্রিয়া সারতে ট্রাম্পকে তার ফ্লোরিডার বাড়ি থেকে নিউ ইয়র্কে নিয়ে আসা হতে পারে। বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, এ বিষয়ে প্রস্তুতির জন্য সোমবার আইন প্রয়োগকারী কর্মকর্তারা বৈঠক করেছেন। কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার শেষ দিকে ড্যানিয়েলকে ১ লাখ ৩০ হাজার ডলার দেওয়া বিষয়ে একজন গ্রান্ড জুরির কাছে প্রমাণ জমা দিয়েছে ব্রাগের দপ্তর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com