এফএনএস বিদেশ: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের বাইরে অরেঞ্জ কাউন্টিতে দাবানলে ২০টির বেশি বিলাসবহুল বাড়ি পুড়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন সাড়ে পাঁচ শতাধিক দমকলকর্মী। গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২০০ একর জমিতে দাবানল ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা বাধ্য হয়ে এলাকা ছেড়ে গেছে। লেগুনা শহর ও সমুদ্রসৈকতে উপক‚লীয় দাবানল ছড়িয়ে পড়ার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৯৫ একর পর্যন্ত জমি পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দাবানল কিভাবে শুরু হলো, সে সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। দাবানলে বিশাল এলাকার গাছপালা পুড়ে যেতে শুরু করে। সমুদ্রের বাতাস দ্রুত আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করে। এতে অন্তত পাঁচ কোটি ডলার মূল্যের বাড়িঘর পুড়ে গেছে। কর্মকর্তারা জানান, ওই এলাকার ভ‚মির বৈশিষ্ট্যের কারণে সেখানে পানির পাইপ পৌঁছানো কঠিন। অরেঞ্জ কাউন্টির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রধান ব্রায়ান ফেনেসি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি যা ঘটছে, তা আগামী কয়েক সপ্তাহ ও বছর পর্যন্ত আমাদের ওপর প্রভাব ফেলতে যাচ্ছে। গাছপালাগুলো এত শুকনা যে নেভাতে আসার আগেই আগুন ছড়িয়ে তা দ্রুত জ¦লে যায়। ’ সূত্র : সিএনএন।