বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ শেখ হাসিনা পরিবারের দুর্নীতি: ৮ মেগা প্রকল্পের সব নথি তলব দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে: চিফ প্রসিকিউটর ঢাকা—খুলনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন দেশের তিন পরিবেশ আদালতে আইনি বাধায় পর্যাপ্ত মামলা নেই সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

অল্পের জন্য বেঁচে গেলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ: পিস্তল কাজ না করায় সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দ্য কির্চনার। জনতা পরিবেষ্টিত অবস্থায় গত বৃহস্পতিবার একদম কাছ থেকে তার দিকে পিস্তল তাক করেছিল হামলাকারী। কিন্তু পিস্তল থেকে ওই মুহূর্তে গুলি না বের হওয়ায় বেঁচে যান তিনি। গোটা ঘটনাটিই উঠে এসেছে এক ভিডিওতে। এখন সেই ভিডিও ঝড় তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার সময় আদালত থেকে বাড়ির দিকে ফিরছিলেন আর্জেন্টাইন ভাইস প্রেসিডেন্ট। আদালতে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, যদিও বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছেন ক্রিস্টিনা। পুলিশ জানিয়েছে, ফার্নান্দেজের দিকে পিস্তল তাককারী ব্যক্তি ৩৫ বছর বয়সী এক ব্রাজিলীয়। তাকে আটক করা হয়েছে। বামঘেঁষা এ রাজনীতিবিকে ঠিক কী কারণে নিশানা করা হয়েছে, তা খুঁজে বের করার চষ্টো চালাচ্ছে পুলিশ। আর্জেন্টিনার রাজনৈতিক পটভ‚মিতে আগে থেকেই সরব উপস্থিতি রয়েছে ক্রিস্টিনা ফার্নান্দেজের। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন তিনি। এর আগে চার বছরের জন্য আর্জেন্টিনার ফার্স্ট লেডির ভ‚মিকায় দেখা গেছে তাকে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ জানান, ওই পিস্তলে পাঁচটি গুলি ছিল। ট্রিগার চাপার পরে অস্ত্রটি আর কাজ করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্য থেকে ক্রিস্টিনাকে লক্ষ্য করে পিস্তল বেরিয়ে এসেছে। আর তা দেখার পর কিংকর্তব্যবিমূঢ় ক্রিস্টিনা মাটিতে পড়ে যাওয়া কিছু তুলতে নিচু হচ্ছেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে, উপস্থিত জনতা ক্রিস্টিনাকে আক্রমণকারীর কাছ থেকে আড়াল করার চেষ্টা করছেন। পুলিশের এক মুখপাত্র বলেছেন, পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে মাত্র কয়েক মিটার দূরেই পাওয়া গেছে পিস্তলটি। গত বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ হামলার নিন্দা জানান প্রেসিডেন্ট ফার্নান্দেজ। তিনি বলেন, আমরা দ্বিমত পোষণ করতে পারি, আমাদের মধ্যে গভীরভাবে মতবিরোধ থাকতে পারে, কিন্তু বিদ্বেষমূলক বক্তব্যের কোনো ঠাঁই নেই। কারণ, এ থেকে সহিংসতার জন্ম হয় এবং গণতন্ত্রের সঙ্গে সহিংসতার সহাবস্থানের কোনো সুযোগ নেই। জানা গেছে, এ ঘটনার কারণে গত শুক্রবার রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয় আজেন্টিনায়। সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com