শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৌচাক সাহিত্য পরিষদের ঈদ পুনর্মিলনী ও নববর্ষ উদযাপন প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্বোধন কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে -এমপি রশীদুজ্জামান কয়রার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন কেশবপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত খুলনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নগরঘাটায় খাদ্যের সাথে চেতনাশক ঔষধ মিশিয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত বাংলাদেশ স্বাধীনের জন্য মুজিবনগর সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ইরানে হামলার প্রস্তুতি ইসরাইলের

অষ্টমীতে সাতক্ষীরার মন্ডপে মন্ডপে উপচে পড়া ভিড় \ আজ মহানবমী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার সর্বত্র উদযাপিত হচ্ছে দুর্গোৎসব, মন্ডপে মন্ডপে উৎসবের ঝলকানি। জেলার ৫৯৯টি পূজা মন্ডপ আলোর ঝলকানি আর আলোক আভার বিচ্ছুরন চলছেই। সন্ধ্যায় আলো আধারীর আলোক স্বজ্জা দৃশ্যতঃ দূর্গোৎসবের বিকিকিনির উজ্জ্বলতা ছড়াচ্ছে। গতকাল ছিল মহা অষ্টমী, মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়া। পরিবারের সকলে মিলে আবার বন্ধু বান্ধবরা মাইক্রো, পিকআপ সহকারে মন্ডপে মন্ডপে পরিভ্রমন করেছে। ঢাক, ঢোল, কাশি, বাশি, আর নানান ধরনের বাজনা ও সুরের মহতায় পুরো পূজা মন্ডপ বিশেষ ভাবে শিহরিত আর আগতদের উপস্থিতিতে ভিন্ন ধরনের পরিবেশ সৃষ্টি করে। জনপ্রতিনিধি, প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের পরিদর্শন, মত বিনিময় বক্তব্য সবই পূজাকে বিশেষ ভাবে বিমোহিত করে চলেছে। ধর্ম যার যার উৎসব সবার এই বাক্য বানী পরিস্থিতি ও বাস্তবতার সাথে একাকার। প্রতিটি পূজা মন্ডপে সুসজ্জিত গেট প্যান্ডেল, কোন কোন মন্ডপের গেটেই অভ্যর্থনার আসর, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, স্বেচ্ছাসেবকদের প্রাণময় দায়িত্ব পালন, মন্ডপের আশপাশে হরেক রকম পন্যের সমাহার। চলছে অতিথি আপ্যায়ন, সাতক্ষীরার মায়ের বাড়ী হতে শুরু করে তালা, কলারোয়া, দেবহাটা, আশাশুনি, কালিগঞ্জ, শ্যামনগরের গাবুরাতেও চলছে দুর্গোৎসবের মহা আয়োজন। আজ মহানবমী, ধারনা করা হচ্ছে মন্ডপ গুলোতে তিল ধরনের যায়গা থাকবে না। আজকের দিনটিতে ভক্ত ও দর্শনার্থীরা দেবী দুর্গার দর্শনে মন্ডপে মন্ডপে গমন করেন। সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক থাকবে লোকে লোকরান্য, যানবাহন গুলোতে থাকবে দর্শনার্থীতে পূর্ণ। শাস্ত্র মতে এবার দেবী দূর্গা কৈলাস হতে মত্তলোকে আসবেন গজে (হাতি) চড়ে এবং ফিরে যাবেন নৌকায়। জেলার সর্বত্র উৎসব মুখর পরিবেশে এবং শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে দুর্গোৎসব। স¤প্রীতির জেলা সাতক্ষীরা সত্যিকার অর্থে উৎসবে ভাসছে আর এই উৎসব দুর্গোৎসবের উৎসব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com