স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় অসহায় ও দুস্থদের মাঝে কম্বর বিতরন করলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। গতকাল রাতে জেলা পুলিশের আয়োজনে শহরের খুলনা রোড মোড়, সঙ্গীতা মোড়, হাটের মোড়, সাতক্ষীরা মেডিকেল কলেজ এলাকায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আতিকুল ইসলাম, টিআই শ্যামল কুমার চৌধুরী সহ জেলা পুলিশের সদস্যরা।