বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আটুলিয়া হেঙ্চি গ্রামের ৮০ বছরের বৃদ্ধা আফফান সানার হার্নিয়া অপারেশন সম্পন্ন করা হয়েছে।ঘটনা সুত্রে জানা যায়, আফফান সানা দীর্ঘ ১২ বছর হার্নিয়া রোগে আক্রান্ত ছিলেন। অভাবের তাড়নায় অপারেশন করতে পারছিলেন না। ১২ বছর হার্নিয়া যন্ত্রণা ভোগ করে আসছিলেন এই অসহায় বৃদ্ধা। অসহায়ত্বের কথা শোনা মাত্রই ওনার পরিবারের সদস্যদের অনুমতি নিয়ে অপারেশনের ব্যবস্থা করেন নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন। নূরনগর মৎস্য ব্যবসায়ী মোঃ শহিদুলাহ ও ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চুর সার্বিক সহযোগিতায় গত ৩০ ডিসেম্বর রাত ১০টায় উপজেলার সেবা ক্লিনিকে মানবতার কল্যাণে ফ্রী অপারেশন করেন ডাঃ কবিরুল ইসলাম কবির। প্যাথলজি টেস্ট, আল্ট্রাসনো সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন ডক্টর’স ডোর ডায়াগনষ্টিক সেন্টার। অপারেশন শেষে গতকাল ৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টায় সেবা ক্লিনিক থেকে ছাড়পত্র নিয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৃদ্ধা রোগী আফফান সানাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ।এসময় উপস্থিত ছিলেন নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন, সদস্য শুভ সাহা সহ অত্র ফাউন্ডেশনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।