বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে অসহায় বৃদ্ধা ভিক্ষুক সাকিনা বেগম (৭০)কে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। জানা যায়, অসহায় সাকিনা বেগম ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। গত বছর রোড এক্সিডেন্টে পা ভেঙে মেয়ের বাড়িতে খুবই মানবেতর জীবনযাপন করছে। উনি ইউনিয়নের রামচন্দ্রপুর ঢালি পাড়া গ্রামে বসবাস করেন। তার এই অসহায়ত্বের খবর জানতে পেরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন সামাজিক যোগাযোগের মাধ্যমে অসহায় এই মায়ের জন্য আর্থিক সহায়তার আবেদন করেন। তারই পরিপ্রেক্ষিতে নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকা প্রবাসী একজন আপুর পাঠানো টাকা দিয়ে গতকাল আসহায় সাকিনা বেগমের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের নিকট চাউল ২৫ কেজি, মুশারির ডাল ২ কেজি, আলু ৫ কেজি, সয়াবিন তেল ১ লিটার, আটা ২ কেজি, সুজি ২ প্যাকেট, সেমাই ২ প্যাকেট, চিনি ১ কেজি, লবন ১ কেজি, ঝালের গুড়া, হলুদের গুঁড়া, সাবান, শ্যাম্পু সহ অন্যান্য খাদ্য সামগ্রী প্রদান করেন নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন। খাদ্য সামগ্রী উপহার পেয়ে অসহায় বৃদ্ধা সাকিনা বেগম মহান আল্লাহতালার কাছে অত্র ফাউন্ডেশনের জন্য দোয়া কামনা করেন ও ফাউন্ডেশনের কাছে তার নিজের চলাচলের জন্য একটি হুইল চেয়ার দাবি করেন। তার দাবির পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, অসহায় এই মায়ের জন্য খাদ্য সহায়তা প্রদান করতে পারার ক্ষুদ্র চেষ্টা করেছে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন। অচিরেই তার হুইল চেয়ারের দাবিটি বাস্তবায়ন করা হবে। এভাবে প্রতিটি মানবতার কাজ সফল করার জন্য যারা সহযোগিতা করে আমাদের পাশে আছেন সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এসময় উপস্থিত ছিলেন সদস্য মোঃ শফিকুল ইসলাম, আরাফাত হোসেন, নূরনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক মোঃ ফারুক হোসেন প্রমুখ।