বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়াতে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) উপহার দেওয়া হয়েছে। গতকাল ২২ জানুয়ারি রবিবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলা পরিষদের অর্থায়নে উৎসর্গ সোসাইটির বাস্তবায়নে উপজেলার বিড়ালক্ষী মহিলা দাখিল মাদ্রাসায় অত্র এলাকার ৫০ জন গরিব, অসহায়, দুস্থ ও হতদরিদ্র ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিড়ালক্ষী মহিলা দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ একরামুল কবীর, অত্র সোসাইটির সদস্য মফিজুল ইসলাম, আল-আমিন হোসেন, আবু হাসান, আশিকুর রহমান, লিটন গাজী সহ অত্র সোসাইটির সদস্য ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।