বিশেষ প্রতিনিধি ॥ অসুস্থ মোমেনা হক ‘মা’কে নিয়ে ভারতের কর্ণাটক প্রদেশের ব্যাঙ্গালোরে ব্যোমাচান্দা নামক শহরের নারায়ণা হৃদালয় হাসপাতালে অবস্থান করছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। গত ১৮ জুলাই মা মোমেনা হক কে চিকিৎসার জন্য পরিবারের অন্যান্য সদস্য সহ তিনি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বিশ্বসেরা হৃদরোগ নিরাময় কেন্দ্র হিসেবে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বুক অ্যাপয়েন্টমেন্ট অভিজ্ঞ ভারতের অন্যতম বিখ্যাত কার্ডিয়াক সার্জন ডাঃ দেবী প্রসাদ শেঠিকে দেখানোর পর বিভিন্ন চেকআপ শেষে গত ২৫ জানুয়ারি অপারেশন করেন বলে জানিয়েছেন তিনি। যিধঃংধঢ়ঢ় এর মাধ্যমে সংসদ সদস্য আতাউল হক দোলন এর সাথে কথা বললে তিনি জানান, গত ২৫ জানুয়ারি সকাল দশটায় হার্ট স্পেশালিস্ট ডাঃ দেবী শেঠি মহোদয় আমার আম্মা মোমেনা হক এর হার্টের অপারেশন করে ভাল্ব পরিবর্তন করেছেন। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়াই আমার আম্মার হার্টের অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তার আম্মা ঈঈট তে আছেন বলে নিশ্চিত করেন। তিনি সকলের কাছে তার মায়ের সুস্থতার জন্য দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ডাঃ দেবী প্রসাদ শেঠী ও ডাঃ সুরাজ নরসিমান সহ সংশিষ্ট সকলকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি সকল স্তরের মানুষের উদ্দেশ্যে বলেন, আমার আম্মার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ্ যেন আম্মাকে সুস্হ করে হাসি মুখে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। পরিশেষে তিনি শ্যামনগর কালীগঞ্জ আংশিকের সকল জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমি আমার মায়ের অসুস্থতার কারণে ভারতে অবস্থান করায়, আপনাদের যেকোনো সমস্যা সমাধানে বিলম্বিত হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। মায়ের চিকিৎসা শেষে অতিসত্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।