বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা শহর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জেলে বাওয়ালীদের লাইফ জ্যাকেট বিতরণ ও রেসকিউ বোটের উদবোধন খালেদা জিয়ার বিদেশ যাত্রা : রাস্তায় মানুষের ঢল কালিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র’র সাথে অনৈতিক কাজের অভিযোগ শ্যামনগরে এসওডির উপর পুনরূজ্জীবিতকরণ রিফ্রেশার্স প্রশিক্ষন অনুষ্ঠিত কেশবপুরের হাসানপুরে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা, সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত আশাশুনি সিএস ও এসএ ম্যাপ অনুযায়ী নদী খননের দাবীতে মানববন্ধন কলারোয়ায় যুবদলের কর্মী সমাবেশ কলারোয়ায় স্কাউটস এর ত্রি—বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শ্যামনগরে বিদ্যুতের তার জড়িয়ে কৃষকের মৃত্যু

অস্ট্রেলিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক ॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর নিজেদের প্রমাণ করার লক্ষ্য ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে। অপরদিকে জয়ের ধারা বজায় রাখার মিশনে নেমেছিল প্রোটিয়ারা। লখনৌর ইকানা স্টেডিয়ামে আজ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আগে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ঝড়ো শতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রানের বড় পুঁজি পায় টেম্বা বাভুমার দল। ৩১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দাঁড়াতেই পারেনি প্যাট কামিন্সরা। ৪১তম ওভারে ১৭৭ রান তুলতেই অলআউট হয়ে যায় অজিরা। ফলে ১৩৪ রানের রেকর্ড জয়ে বিশ্বকাপে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ৩১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই চাপে পড়ে অজিরা। দুই ওপেনার ভালো শুরুরা আভাসা দিলেও ষষ্ঠ ওভারে মিচেল মার্শ ফিরে গেলে আসা যাওয়ার মিছিল শুরু হয় পাঁচবারের চ্যাম্পিয়নদের। দলীয় ৭০ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় প্যাট কামিন্সের দল। শেষ দিকে মার্নাস লাবুসেন ও মিচেল স্টার্ক হারের ব্যবধান কিছুটা কমালেও শেষ পর্যন্ত ৪১তম ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি উইকেট নেন কাগিসো রাবাদা। এর আগে ব্যাট করতে নেমে ব্যাটিং পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। বাভুমা ও ডি কক মিলে প্রথম দশ ওভারে বিনা উইকেটে তুলেন ৫৩ রান। অজি বোলাররা ইনিংসের শুরু থেকেই কিছুটা ব্যাকফুটে ছিলেন। প্রোটিয়া দুই ওপেনার ১৮তম ওভারেই দলীয় শতরান তুলে নেন। ডি কক নিজের অর্ধশতক তুলে নিলেও ২০তম ওভারে ৩৫ রান করে সাজঘরে ফিরেন অধিনায়ক টেম্বা বাভুমা। গ্লেন ম্যাক্সওয়েলের বলে দলীয় ১০৮ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে প্রোটিয়াদের। এরপর নিজের স্বভাবসুলভ ক্রিকেট খেলে দ্রুত এবারের বিশ্বকাপের টানা দ্বিতীয় শতক তুলে নেন ডি কক। আগের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে শতকের পর আজ লখনৌতেও শতক হাঁকান তিনি। ৯০ বলে শতক তুলে নেওয়া এই প্রোটিয়া ওপেনার ১০৯ রান করে ম্যাক্সওয়েলের শিকার হয়ে সাজঘরে ফিরেন। দলীয় ১৯৭ রানে ৩ উইকেট হারালেও শেষ দিকে এইডেন মার্করামের অর্ধশতক ও মার্কো ইয়ানসেনের ক্যামিও ইনিংসে বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রানের বড় পুঁজি পায় টেম্বা বাভুমার দল। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ১০৯ রান করেন ডি কক। মার্করাম খেলেন ৪৪ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস ও ইয়ানসেনের ব্যাট থেকে আসে ২২ বলে ২৬ রান। অজিদের হয়ে দুইটি করে উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক। ঝড়ো শতকের জন্য ম্যাচ সেরা হয়েছেন কুইন্টন ডি কক। টানা দুই জয়ে পয়েন্ট তালিকায় সবার শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com