শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তালায় শিশু কিশোর নারীর সচেতনতা সহিংসতা বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন আশাশুনির ৩৭ গীর্জায় বড়দিন পালন আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৫—২০২৬ সালের জন্য নির্বাচিত কমিটির সভাপতি করা হয়েছেন মশিউল হুদা তুহিন ও সাধারণ সম্পাদক হয়েছেন তুষার কান্তি বসু। নির্বাচন কমিশন প্রধান মোঃ আব্দুর রহিম, নির্বাচন কমিশন সচিব ফজলুর রহমান ও সদস্য মোঃ সেলিম শাহরিয়ার স্বাক্ষরিত পত্রে জানাগেছে, কমিটির অন্য সদস্যবৃন্দরা হলেন, সহ—সভাপতি ফজলুর রহমান, সহ—সাধারণ সম্পাদক জুলফিকর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক রনজিত বৈদ্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, সমাজ কল্যাণ সম্পাদক আবু মোঃ শাহনেওয়াজ, দপ্তর সম্পাদক বজলুর রহমান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান এবং কার্যকরী সদস্য আব্দুর রহিম ও জাকির হোসেন (ভুট্টো)। পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে কলারোয়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন ইউনিয়ন জামায়াতের আমিরের শপথ অনুষ্ঠান শ্যামনগরে ফ্রিজ থেকে হরিণের মাংস উদ্ধার গ্রামবাসীর সহযোগিতায় বন বিড়াল উদ্ধারপূর্বক অবমুক্ত শ্যামনগরের সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা জহরুল হায়দার বাবু গ্রেফতার কয়রায় কর্মী সবাবেশে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান বৈষম্য দুর করে সাম্যের বাংলাদেশ গড়তে চাই

অস্ট্রেলিয়ায় সাগরতীরে ৫০ তিমির মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

এফএনএস বিদেশ: শত চেষ্টাতেও সাগরে ফেরানো যাচ্ছে না তাদের। ৫০টি তিমি ইতোমধ্যে মারা গেছে। বাকিদের সাগরে ফেরানোর চেষ্টা চলছে। গত মঙ্গলবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ১০০টির মতো তিমি সাগর থেকে তীরে চলে আসে। অ্যালবানির পূর্বের চেনেস সমুদ্র সৈকতের দীর্ঘ এলাকাজুড়ে এক সারিতে অবস্থান নেয় তারা। বিশেষ কোনো কারণ ছাড়া তিমি কখনো তীরে আসে না। স্বাভাবিক অবস্থায় সলিলসমাধিই হয় তাদের। সাগরের জলরাশি ছেড়ে তিমির তীরে এসে দীর্ঘক্ষণ আটকে থাকা মানে অবধারিত মৃত্যু। তাই প্রাণরক্ষার জন্য তাদের সাগরে ফেরানোর চেষ্টা চলছে গত মঙ্গলবার থেকেই। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের ডিপার্টমেন্ট অব বায়োডাইভার্সিটি, কনজার্ভেশন অ্যান্ড অ্যাট্রাকশনের কর্মীরা গত মঙ্গলবার রাতেই সৈকতে তাঁবু খাটিয়ে তিমিদের রক্ষার চেষ্টা শুরু করেন। তাদের সাথে যোগ দেন পার্থ চিড়িয়াখানার সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা। শত শত স্থানীয় মানুষও এসেছেন তিমি-রক্ষার বিশেষ দলকে সহায়তা করতে। ফলে সমুদ্র সৈকতে দেখা দেয় বিশাল জনসমুদ্র। ভিড় কমানোর জন্য স্থানীয়দের ওই এলাকা থেকে একটু দূরে যাওয়ার অনুরোধ জানাতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কিন্তু এত মানুষের চেষ্টাতেও তিমিদের সাগরে ফেরানো যাচ্ছে না। ৫০টি তিমি ইতোমধ্যে ডাঙায় এসে মৃত্যুবরণ করেছে। বাকিদের প্রাণরক্ষার একমাত্র উপায় তাদের সাগরে ফেরানো। পশুচিকিৎসক এবং সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞদের দল সেই চেষ্টাই করছেন, কিন্তু তাদের কোনো চেষ্টাতেই তিমিরা এখনো সাড়া দেয়নি। অস্ট্রেলিয়ায় এর আগেও সাগর থেকে তিমিরা দল বেঁধে ডাঙায় চলে এসেছে। নিউজিল্যান্ডেও তিমিদের মাঝে এমন প্রবণতা লক্ষ্য করা যায়। ২০২২ সালের অক্টোবরে প্রায় ৫০০ তিমি নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপের সৈকতে চলে এসেছিল। সা¤প্রতিক সময়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বাইরেও তিমিদের মাঝে এমন প্রবণতা লক্ষ্য করা গেছে। গত সপ্তাহে ৫৫টি তিমি স্কটল্যান্ডের আউটার হেব্রিডসের প্রত্যন্ত দ্বীপ আইল অব লুইসে চলে এসেছিল। পরে সাগরের ঢেউ এসে তাদের সাগরে ভাসিয়ে নিয়ে যায়। সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৫—২০২৬ সালের জন্য নির্বাচিত কমিটির সভাপতি করা হয়েছেন মশিউল হুদা তুহিন ও সাধারণ সম্পাদক হয়েছেন তুষার কান্তি বসু। নির্বাচন কমিশন প্রধান মোঃ আব্দুর রহিম, নির্বাচন কমিশন সচিব ফজলুর রহমান ও সদস্য মোঃ সেলিম শাহরিয়ার স্বাক্ষরিত পত্রে জানাগেছে, কমিটির অন্য সদস্যবৃন্দরা হলেন, সহ—সভাপতি ফজলুর রহমান, সহ—সাধারণ সম্পাদক জুলফিকর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক রনজিত বৈদ্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, সমাজ কল্যাণ সম্পাদক আবু মোঃ শাহনেওয়াজ, দপ্তর সম্পাদক বজলুর রহমান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান এবং কার্যকরী সদস্য আব্দুর রহিম ও জাকির হোসেন (ভুট্টো)।

© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com