বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা সদর পশ্চিম মাহমুদপুর আবাসিক এলাকায় বসতঘর ও প্রধান সড়কের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে মুরগির ফার্ম স্থাপন করায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক মুরগি ফার্ম মালিক মোঃ আকবর আলী সরদারকে ৩য় বার নোটিশ প্রদান করা হয়েছে। ঘটনা ও নোটিশ সূত্রে জানা যায়, পশ্চিম মাহমুদপুর গ্রামের মোঃ আমির আলী সরদারের পুত্র মোঃ আকবর আলী সরদার গোডাউন মোড় হইতে নূরনগর প্রধান সড়কে পশ্চিম মাহমুদপুর নামক স্থানে আবাসিক এলাকায় সড়কের পাশে দীর্ঘ ৫ থেকে ৬ বছর যাবত অস্বাস্থ্যকর পরিবেশে লেয়ার ও পোল্ট্রি মুরগি পালন করে আসছে। মুরগির বিষ্ঠা সহ অন্যান্য দুর্গন্ধে শ্বাস নেওয়া সহ অত্র এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তারই পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর পক্ষে পশ্চিম মাহমুদপুর গ্রামের মৃত রহিম বক্স গাজীর পুত্র মোঃ দাউদ আলী গাজী বাদী হয়ে পরিবেশ দূষণের প্রতিকার চেয়ে সহকারি পরিচালক, পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর ২০২১ সরেজমিনে মোঃ আকবর আলী সরদারের মুরগির ফার্ম পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন পূর্বক অভিযোগের সত্যতা পেয়ে মুরগির ফার্ম বন্ধ করতে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম এর স্বাক্ষরিত পরপর ২টি নোটিশ মুরগির ফার্ম মালিক আকবর আলী সরদার বরাবর প্রেরণ করে। নোটিশ পাওয়া শর্তে মুরগির ফার্ম বন্ধ না করে বিভিন্ন রাজনৈতিক নেতার ছত্রছায়ায় অদ্যবধি পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছে। প্রথম ও দ্বিতীয় নোটিশ পাওয়ার পরেও পোল্ট্রির ফার্ম বন্ধ না করায় তাকে তৃতীয় নোটিশ প্রদান করে পরিবেশ অধিদপ্তর। নোটিশে বলা হয়েছে, পোল্ট্রি ফার্ম এর সকল কার্যক্রম বন্ধ করে আগামী ২২/০৫/২০২২ তারিখের মধ্যে অত্র কার্যালয়কে লিখিতভাবে অবহিত করতে হবে অন্যথায় তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম কর্তৃক মামলা দায়ের, মালামাল বাজেয়াপ্ত ও জরিমানা আদায় সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।