কালিগঞ্জ ব্যুরোঃ পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড পেল সাতক্ষীরার জলনকল্যাণ সংস্থা শুক্রবার বিকালে সিলেটের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথহলরুমে পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়। ডক্টর তাহমিনা ইসলামের হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন জনকল্যাণ সংস্থার প্রধান সমন্বয়ক মোঃ মারুফ হাসান, কার্য নির্বাহী সদস্য ফিরোজ কবির, জনকল্যাণ সংস্থা সিলেটের সমন্বয়ক হেলাল আহমেদ। জানাগেছে, জনকল্যাণ সংস্থা কয়েক বছর ধরে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। জলবায়ু সুবিচারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে মানুষকে সচেতন করছে বিশেষ করে সরকারি সেবাতে সুপেয় পানি, শিশুদের অনলাইনস গেম আসক্তি থেকে মুক্ত করে খেলার মাঠে অবস্থান করানো, বৃক্ষরোপণ, যৌতুক, বাল্য বিবাহ মাদক, নারীর প্রতি সহিংসতা, শিশুশ্রম, ইত্যাদি বিষয়ের ওপর ডায়লগ এরমাধ্যমে কমিউনিটি মানুষকে সচেতন করতে অব্যাহত রাখছে। জনকল্যাণ সংস্থা কার্যনির্বাহী সদস্য মোঃ ফিরোজ কবির জানান অ্যাওয়ার্ড তাদের কার্যক্রম আরো সামনে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে।