এফএনএস বিদেশ : বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দার কারণে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে অ্যামাজন। প্রতিষ্ঠানের সিইও অ্যান্ডি জ্যাসি কর্মীদের যে বার্তা দিয়েছেন, সে অনুসারে প্রতিষ্ঠানটির মানবসম্পদ এবং স্টোরসহ বেশ কয়েকটি বিভাগে এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। অ্যামাজন সিইও বলেন, ‘দীর্ঘ সময় ধরে টিকে থাকা কোম্পানিগুলো বিভিন্ন নেতিবাচক পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। তারা প্রতিবছর লোকবল বৃদ্ধি বা ধরে রাখার মতো অবস্থায় থাকে না।’ অ্যান্ডি জ্যাসি গত নভেম্বরে জানিয়েছিলেন, কর্মী ছাঁটাই প্রক্রিয়া ২০২৩ সালের শুরুর দিক থেকে অব্যাহত থাকবে। করোনা মহামারী গ্রাহকদের অভ্যাসকে ই-কমার্সের দিকে ঝুঁকিয়ে দেয়ার কারণে অ্যামাজন এবং অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলো গত কয়েক বছরে উলেখযোগ্যভাবে তাদের নিয়োগ বৃদ্ধি করেছিল। বর্তমানে গ্রাহকদের প্রাক-মহামারীর অভ্যাস এ ফিরে আসা এবং বিশ্ব অর্থনীতির মন্দা অবস্থা তাদের এই সিদ্ধান্তের কারণ হিসাবে ধারণা করা হচ্ছে। অ্যান্ডি জ্যাসি আরও জানান, প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বৈঠক এ তারা অ্যামাজনকে গ্রাহকদের কাছে দীর্ঘ মেয়াদী প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।