স্টাফ রিপোর্টার ঃ পরিকল্পনা মন্ত্রণালয়ের (আইএসইডির) সচিব আবুল কাশেম মো: মহিউদ্দিন ৩ দিনের সফরে সাতক্ষীরায় এসেছেন। তিনি গতকাল রাত সাড়ে ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে পৌছালে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সাতক্ষীরা সাবেক জেলা প্রশাসক ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব আবুল কাশেম মো: মহিউদ্দিন আজ সকাল ৯টায় সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথেএক মত বিনিময় সভায় মিলিত হবেন। বেলা ১১টায় শহরের মোজাফফার গার্ডেনে আই এস ইডির মন্ত্রণালয়ের ২৭ জন কর্মকর্তাদের নিয়ে ৫ দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করবেন। শনিবার সাতক্ষীরা এলজিইডি বাস্তবায়নে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করবেন। ঐ দিন বিকালে তিনি ঢাকার উদ্দেশ্য সাতক্ষীরা ত্যাগ করবেন। সচিব আবুল কাশেম মো: মহিউদ্দিন সফল ভাবে সাতক্ষীরা জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে ছিলেন। তিনি তৎকালীন জেলার বহু উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করেছিল।