এফএনএস স্পোর্টস: প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে ১ দিনের ব্যবধানে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরের দিনই সমর্থকদের সুখবর দিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আইকন প্লেয়ার ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। তামিমের বরিশালে যোগ দেওয়া প্রসঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘শনিবার চুক্তি স্বাক্ষর হয়েছে। ইনশাআল্লাহ, আগামী বিপিএলে সে (তামিম) আমাদের দলে খেলবে। আইকন ক্রিকেটার হিসেবে ১ বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছি আমরা। তবে অধিনায়কত্ব করবে কিনা সেটা এখনই আমরা বলতে পারছি না।’ বিপিএলে সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের আইকন এবং অধিনায়ক হিসেবে খেলেছিলেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে ২০২২ বিপিএলের ফাইনালেও খেলে দলটি। তবে শিরোপা জিততে ব্যর্থ হয়। তবে আসন্ন মৌসুমে বরিশালের হয়ে খেলবেন না সাকিব। আর তাই তার জায়গায় আইকন হিসেবে দলে তামিমকে বেছে নিয়েছে দলটি।