স্টাফ রিপোর্টার \ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় নিয়োগকৃত জুনিয়র ইন্সট্রাক্টরদের সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আইডিইবির জেলা সভাপতি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ জিএম আজিজুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সংবর্ধনা অনুষ্ঠানে নিয়োগ কৃত ৩৩ জন জুনিয়র ইন্সট্রাক্টরদের ২৭ জন জুনিয়র ইন্সট্রাক্টর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্য ৬ জন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন দক্ষ জনশক্তি গড়ে তুলতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষায় হাতে—কলমে শিক্ষা নিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠে বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে অর্থনৈতিক ভীত মজবুত করা সম্ভব। এজন্য আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ ফেরদৌস আরেফিন। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবির জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী এম,এম, এ জায়েদ বিন গফুর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজীবন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোমিনুর রহমান, সাবেক অধ্যক্ষ জিয়াউল হক, সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, আইডিইবি জেলা শাখার সহ—সভাপতি প্রকৌশলী আবিদুর রহমান, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আর, এ সির চিফ ইন্সট্রাক্টর আব্দুল আলিম, নিয়োগকৃত জুনিয়র ইনস্ট্রাক্টর গোলাম রব্বানী, মিফতাহুল জান্নাত, মাহবুব আলম, প্রসেনজিৎ সাহা সহ অন্যান্য জুনিয়র ইন্সপেক্টররা। এছাড়া আইডিইবির অন্যান্য সদস্য এবং টিএসসির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ রুহুল কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।