বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

আইনজীবীদের ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছার আইনজীবীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিদায়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম। বুধবার সকালে পাইকগাছা আইনজীবী সমিতি আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে আইনজীবীদের ভালোবাসায় সিক্ত হন চৌকি আদালতের বদলি জনিত বিদায়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম। এসময় সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেট এর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে লেখা কবিতা পাঠ করে শোনান এবং স্বরচিত কবিতাটি উপহার দেন সিনিয়র আইনজীবী শফিকুল ইসলাম কচি। বুধবার সকালে আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী সমিতির সভাপতি জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ মোঃ কামরুজ্জামান। সমিতির সাধারণ সম্পাদক জিএম আককাছ আলির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি পঙ্কজ কুমার ধর, অজিত কুমার মন্ডল, সিনিয়র আইনজীবী কিশোরী মোহন মন্ডল, সমীর কুমার বিশ্বাস, আব্দুল মজিদ গাজী, পীযুষ কান্তি সরকার, শেখ তৈয়ব হোসেন নুর, দীপঙ্কর কুমার সাহা, অনাদি কৃষ্ণ মন্ডল, রাশনা শারমিন আঁখি, একরামুল হক বিশ্বাস, রেহানা পারভীন, মোহতাছিম বিল্লাহ, কাজী সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, বারিকুল ইসলাম, চিত্তরঞ্জন সরকার, মোজাফফর হাসান, কামরুল ইসলাম, সুকল্যাণ কুমার সানা, প্রশান্ত কুমার মন্ডল, এসএম মুজিবর রহমান, আব্দুল মালেক, সাঈদুর রহমান মিঠু, জিএম আমজাদ হোসেন, অরুণ কুমার মন্ডল, শংকর রায়, বেলাল উদ্দিন, নজির আহমদ, উত্তম কুমার সানা, শিবু প্রসাদ সরকার, প্রধীশ কুমার হালদার, সাইফুদ্দিন সুমন, আবু হানিফ, জিএম ইব্রাহিম সহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com