স্টাফ রিপোর্টার \ আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখা ৭৪তম বিশ্বমানবাধিকার দিবস পালন করেছে। গতকাল সকাল দশটায় শহরের মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে জেলা শাখার নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেনির প্রতিনিধিরা অংশ নেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম, পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি প্রাক্তন পিপি এ্যাড. তপন কুমার দাস। মুক্ত আলোচনায় অংশ নেন ও আলোচনা সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক এ্যাড. আল মাহমুদ পলাশ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, সহ সভাপতি আলহাজ্ব আজগর আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন, এসএম শহিদুল ইসলাম, জবেদ আলী সরদার, খাদেমুল ইসলাম তুফান, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী গাজী, মাছুদুর জামান সুমন, যুগ্ম সম্পাদক রুহুল আমীন হাজী, হামিদুজ্জামান সুমন, মফিজুল ইসলাম, সুকুমার দাস বাচ্চু, আব্দুল জব্বার, খাইরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, প্রতাপ কুমার, এ্যাড. আসাদুল হক, আব্দুর রহমান, সাবিনা খান চৌধুরী, কামরুল ইসলাম, আবু রায়হান, সোহাগ প্রমুখ। আলোচনা সভার পূর্বে পবিত্র কুরআন ও গীতা হতে পাঠ করেন মিজানুর রহমান ও ধ্র“ব কুমার দাস। আমন্ত্রিত অতিথি দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম বলেন, মানবাধিকার দৃশ্যতঃ মানবতাকে রক্ষা করা, মানবতাকে সুসংত করা ও মানবিক গুনাবলীর সম্মিলন ঘটানো। বিপন্ন, সুবিধা বঞ্চিত, অবহেলিত পক্ষান্তরে নির্যাতিত মানব কুলের পক্ষে কাজ করার আগ্রহীরা (আপনারা) সফল হবেন, এমন প্রত্যাশা করি। কেবল নির্যাতিতদের সুরক্ষা দান নয়, কেউ যেন নির্যাতন, অবিচার বা মানবতাকে বিপন্ন করতে না পারে সে বিষয়ে কাজ করতে হবে। অপর আমন্ত্রিত অতিথি পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, সংগঠনটির অগ্রযাত্রা কে সাধুবাদ জানিয়ে বলেন সংগঠনটি মানবাধিকার রক্ষায় যেমন কাজ করবে অনুরুপ ভাবে সব ধরনের অসঙ্গতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হবে বলে প্রত্যাশা রাখি। সভাপতির বক্তব্যে এ্যাড. তপন কুমার দাস বলেন সমাজে যা কিছু সুন্দর কল্যানকর, মানবতার পক্ষে আইন ও মানবাধিকার ফাউন্ডেশন তাকে সুসংহত করনে কাজ করবে। রাগ অনুরাগ, আবেগ, ভীতি বা সব ধরনের প্রলোভনের উর্ধে থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সুষ্ট, সুন্দর, অসাঙ্গিহীন সমাজ বির্নিমানে আমরা কাজ করছি এজন্য সকলের সহযোগিতা অপরিহার্য। সমাজের অবহেলিত, নির্যাতিত জনগোষ্ঠীর কল্যানে, সহযোগিতায় এই সংগঠন যেন পাথেয় হয় এমন ভাবনা প্রতিটি সদস্যকে মনন ও মেধায় ধারন করতে হবে। আগামীতে জেলার প্রতিটি উপজেলায় কমিটি গঠন করা হবে। ইতিমধ্যে কালিগঞ্জ উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সভায় নবগঠিত কমিটির সদস্যদেরকে পরিচয় করিয়ে দেন সাধারন সম্পাদক এ্যাড. আল মাহমুদ পলাশ, সভায় উপস্থিত আমন্ত্রিত অতিথি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন সভাপতি এ্যাড. তপন কুমার দাস ও সম্পাদক এ্যাড., আল মাহমুদ পলাশ।