ক্রিকেট বিশে^র সেরা লিগের কথা বললে সবার আগে নাম আসবে আইপিএলের। বিশে^র সেরা সব ক্রিকেটাররা তো খেলেনই না সাথে অর্থের ঝনঝনানি, রানবন্যা মিলিয়ে আইপিএল যেন ভিন্নকিছু। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সুবিধা পাওয়া নিয়ে চলছে আলোচনা। এর মাঝে আইপিএল বয়কটের আহবান জানালেন পাকিস্তানি সাবেক তারকা ইনজামাম—উল—হক। ভারতের কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হচ্ছে হাইব্রিড মডেলে। নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে ভারত। এমনকি স্বাগতিক পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দুবাই গিয়েছে। আবার সেমিফাইনালের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত না হওয়ায় অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলই পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাত গিয়েছে। আজকের ম্যাচের পর পাকিস্তান ফিরবে এক দল। ভারতের এমন সুবিধা পাওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইনজামাম—উল—হক। আইপিএলে বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেললেও ভারতীয় ক্রিকেটাররা বাইরের দেশের কোন লিগে খেলেন না। এই প্রসঙ্গ টেনে পাকিস্তানি এক টেলিভিশনে ইনজামাম বলেন, ‘‘চ্যাম্পিয়নস ট্রফিকে একপাশে সরিয়ে রাখুন। বিশে^র সেরা ক্রিকেটাররা আইপিএলে খেলে। তবে ভারতীয় ক্রিকেটাররা অন্যান্য লিগে খেলে না। অন্যান্য বোর্ডেরও উচিত তাদের ক্রিকেটারদের আইপিএল খেলা থেকে বিরত রাখা। যদি আপনারা (বিসিসিআই) অন্য লিগ খেলতে ক্রিকেটার না ছাড়েন, তাহলে অন্যান্য বোর্ডেরও পদক্ষেপ নেওয়া উচিত।’’ ২০০৮ সালে যাত্রা শুরু হয়েছিল আইপিএলের। প্রথম আসরে খেললেও এরপর থেকে এই টুর্নামেন্টে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা যায়নি। এছাড়া রাজনৈতিক বৈরিতার কারণে একে অপরের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত—পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সুবিধা পাওয়া নিয়ে এর আগে প্রশ্ন তুলেছেন মাইক আথারটন, নাসের হুসেইনরা। দক্ষিণ আফ্রিকান ব্যাটার হেনরিখ ক্লাসেনও সরাসরি বলেছেন ভারতের বাড়তি সুবিধার কথা।