এফএনএস স্পোর্টস: গতকাল সোমবার রাতে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারে শেষ দল হিসেবে আইপিএলের এলিমিনেটরে খেলা নিশ্চিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট মুম্বাইয়ের। চতুর্থ দল হিসেবে প্লে-অফে উঠলেন রোহিত শর্মারা। প্লে-অফের অন্য তিন দল হলো গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। ৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্লে-অফ খেলবে গুজরাট। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করেছে চেন্নাই। তিন নম্বরে থেকে এলিমিনেটরের টিকিট পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। মঙ্গলবার থেকে শুরু হবে প্লে-অফ পর্বের খেলা। সেরা দুই দল খেলবে কোয়ালিফায়ার ১-এ। অর্থাৎ গুজরাট আর চেন্নাইয়ের মধ্যে হবে এই ম্যাচটি। এতে যারা জিতবে, তারা চলে যাবে ফাইনালে। হারা দলেরও সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর। অর্থাৎ লখনউ আর মুম্বাই মুখোমুখি হবে এই ম্যাচে। এই ম্যাচে জয়ী দল চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, যেখানে থাকবে প্রথম কোয়ালিফায়ারের হারা দল। ওই ম্যাচে জয়ী দলটি নাম লেখাবে ফাইনালে। অর্থাৎ ফাইনাল হবে কোয়ালিফায়ার-১ এবং কোয়ালিফায়ার ২-এর জয়ী দলের মধ্যে। একনজরে প্লে-অফ এবং ফাইনালের সূচি : প্লে-অফ : ২৩ মে : কোয়ালিফায়ার-১, গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস, ভেন্যু-চেন্নাই। ২৪ মে : এলিমিনেটর, লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ানস, ভেন্যু-চেন্নাই। ২৬ মে : কোয়ালিফায়ার-২, এলিমিনেটরের জয়ী দল বনাম কোয়ালিফায়ার -১ হারা দল, ভেন্যু-আহমেদাবাদ। ফাইনাল : ২৮ মে : কোয়ালিফায়ার-১ জয়ী দল বনাম কোয়ালিফায়ার-২ জয়ী দল, ভেন্যু-আহমেদাবাদ।