বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর পালিত চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কে আবারও দুর্ঘটনা, নিহত ১০ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস মসজিদে কুবায় উপদেষ্টার পিএস যুগ্ম সচিব আবুল হাসান চির নিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুস আলী দেবহাটার জনমানুষের সাথে উন্নয়ন বিষয়ে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হাবিবপুর একতা যুব সংঘের উদ্যোগে মিনি নাইট ক্রিকেট লীগ অনুষ্ঠিত নূরনগরে ‘সিঁদুর নিওনা মুছে’ নামে একখানি বাস্তবধর্মী সামাজিক যাত্রা পালা অনুষ্ঠিত

আইপিএলের রান উৎসবের সমালোচনায় রাবাদা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

আইপিএলে এবারের মৌসুমেও চলছে রান উৎসব। দাপট দেখাচ্ছেন ব্যাটাররা। আগ্রাসী ব্যাটিংয়ের চূড়ান্ত নির্দশন দেখিয়ে চলছে দলগুলো। তবে এমন রান উৎসবে খুশি নন দক্ষিণ আফ্রিকান তারকা পেসার কাগিসো রাবাদা। টি—টোয়েন্টি ক্রিকেটে দর্শক জনপ্রিয়তার কথা মাথায় রেখে বেশিরভাগ সময়ই বড় রানের ম্যাচ হয়। এ কারণে উইকেটগুলোতে বোলারদের জন্য কোন সহায়তা থাকে না বললেই চলে। এর বাইরে করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকে নিষিদ্ধ রয়েছে লালা ব্যবহার। সবমিলিয়ে ব্যাটে—বলের ভারসাম্যের অভাব স্পষ্ট। আইপিএলের এবারের আসর নিয়ে অনেকেই ভবিষ্যতবাণী করছেন ৩০০ রান দেখার বিষয়ে। এ নিয়ে আলোচনায় নিয়ে এবার রাবাদার কথায় ঝরল অসন্তেুাষ। তার মতে ক্রিকেটে ব্যাটিং এবং বোলিংয়ে ভারসাম্য আনা দরকার। রাবাদা বলেন, ‘‘খেলাটিকে কোনো একভাবে এগোতেই হবে, তবে আমি মনে করি না যে এটি সবসময় ফ্ল্যাট উইকেটে হওয়া উচিত, যেখানে প্রতিটি ম্যাচে একই ধরণের ফল আসবে। এতে মজাটাই নষ্ট হয়ে যাবে।’’ এরপরই ক্ষুব্ধ হয়ে ক্রিকেটকে ব্যাটিং বলেন রাবাদা। তাগিদ দেন পরিবর্তনের। ‘‘আপনি চাইলে আমাদের এই খেলাকে ক্রিকেট না বলে ব্যাটিং বলেও ডাকতে পারেন। কিছু রেকর্ড ভাঙতেই পারে। এটা নিয়ে আমার আপত্তি নেই। হাই—স্কোরিং ম্যাচগুলো ভালো, কিন্তু একই কথা লো—স্কোরিং ম্যাচেও বলা যায়। কিন্তু আপনি সবকিছু নাটকীয়ভাবে একপাক্ষিক করতে পারেন না। ব্যাট আর বলের মধ্যে একটা ভারসাম্য দরকার।’’ এবারের আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন কাগিসো রাবাদা। নিজের প্রথম ম্যাচে খরুচে ছিলেন এই প্রোটিয়া পেসার। ৪ ওভারে ১ উইকেট পেলেও খরচ করেন ৪১ রান। ৪৭৫ রানের ম্যাচটি অবশ্য হেরেছে রাবাদার গুজরাট টাইটান্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com