শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভূস্বর্গ কাশ্মির এখন জনশূন্য \ সীমান্তে গোলাগুলি সিমলা চুক্তি স্থগিত ও ভারতের ওপর প্রভাব \ বেলুচিস্তানে বোমা হামলায় ৪ নিরাপত্তা কর্মী নিহত গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত শোলমারি সুইসগেট ও ভরাট নদী পরিদর্শনে খুলনা জেলা প্রশাসক বহেরা বাজার কমিটির নির্বাচন সভাপতি রাজীব—সম্পাদক রানা কলারোয়ায় মেয়েকে গলা কেটে হত্যা করল মা কলারোয়ায় বিএনপি’র সাংগঠনিক কমিটির মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব থামছে না সুন্দরবনে হরিণ শিকার যশোরে হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতকের লাশ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে পেঁৗছেছেন ড. ইউনূস

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ পাকিস্তানি ক্রিকেটারের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

কদিন আগেই আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ করেছিলেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি। এবার বিশে^র সবচেয়ে খরুচে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফিক্সিংয়ের গন্ধ পাওয়া গেছে সীমান্তের ওপারের দেশ পাকিস্তান থেকে। গত বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচে ফিক্সিং হয়েছে বলে সন্দেহ করছেন পাকিস্তান সাবেক পেসার জুনাইদ খান। সন্দেহজনক ওই মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে জুনাইদ লেখেন, কিছু একটা সন্দেহজনক মনে হচ্ছে। হায়দরাবাদের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা। মুম্বাইয়ের পেসার দিপক চাহারের করা ওভারের প্রথম বল লেগ সাইডে মারতে চেয়েছিলেন হায়দরাবাদের ব্যাটার ইশান কিশান। কিন্তু ব্যাট—বলে সংযোগ ঘটাতে পারেননি তিনি। ইশান কিশানের পেছন দিয়ে বল সোজা চলে যায় উইকেটরক্ষক রায়ান রিকেল্টনের হাতে। মুম্বাইয়ের পক্ষে কেউ আউটের আবেদন না করায় অনফিল্ড আম্পায়ার বিনোদ সিশান ওয়াইডের সিদ্ধান্ত দিতে যাচ্ছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নিজে থেকেই প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করেন ইশান কিশান। বাঁহাতি এই অবস্থায় দেখে আম্পায়ারও আঙুল তুলে আউটের সিদ্ধান্ত জানান। এই ব্যাপারটিই অস্বাভাবিক ঠেকেছে জুনাইদ খানের চোখে। ভক্তদের মধ্যেও কারো কারো কাছে এটিকে সন্দেহজনক মনে হয়েছে। কেননা রিপ্লে—তে দেখা গেছে, ইশান কিশানের ব্যাটে বল স্পর্শ করেনি। অর্থাৎ তিনি আউট হননি। ব্যাটাসম্যানরা তখনি নিজে থেকে উঠে যাওয়ার সিদ্ধান্ত নেন, যখন তারা আউটের বিষয়ে বেশি আত্মবিশ^াসী থাকেন। অথচ ইশান কিশান আউটই হননি, তবুও মাঠ ছেড়ে গেলেন! এর আগে জয়দীপ বিহানি ফিক্সিংয়ের অভিযোগ তোলেন রাজস্থান রয়্যালসের বিপক্ষে। লখনৌর সুপার জায়ান্টসের বিপক্ষে একটি ম্যাচে মাত্র ২ রানের জন্য হেরে যায় রাজস্থান। অথচ একটা পর্যায়ে মনে হয়েছিল, রাজস্থানই ম্যাচটি জিতবে। অবশ্য বিহানির সেই অভিযোগের প্রতিবাদ জানিয়েছে রাজস্থান। গত বুধবারের প্রতিবাদে ফ্র্যাঞ্চাইজিটি দাবি করে, টিকিট নিয়ে অসন্তোষের কারণেই এমন অভিযোগ করেছিলেন বিহানি। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, চলতি মৌসুমে আগের তুলনায় অনেক কম সংখ্যক টিকিট পাচ্ছে আরসিএ। যার ফলে তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সাধারণত প্রতিটি ম্যাচে রাজস্থান রয়্যালস আরসিএকে প্রায় ১ হাজার ৮০০ টিকিট দিত। কিন্তু ২০২৫ সালে এই সংখ্যা কমিয়ে ১ হাজার ২০০ তে নামিয়ে আনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com