এফএনএস স্পোর্টস: প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পাওয়া লিটন কুমার দাসের মাঠে নামার অপেক্ষা আরও বাড়ল। বাংলাদেশের এই স্টাইলিশ ব্যাটসম্যানকে একাদশে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লড়াই কলকাতার। টসের সময় দলটির অধিনায়ক নিতিশ রানা জানান, গত ম্যাচের একাদশই অপরিবর্তিত রাখছেন তারা। টস জিতে ফিল্ডিং নিয়েছে কলকাতা। গত রোববার গুজরাট টাইটান্সের বিপক্ষে ছিল কলকাতার সবশেষ ম্যাচ। রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা লড়াইয়ে শেষ ৫ বলে ৫ ছক্কা মেরে কলকাতাকে অবিশ্বাস্য ৩ উইকেটের জয় এনে দেন রিঙ্কু সিং। আইপিএলের নিলামে এবার ৫০ লাখ রুপিতে লিটনকে দলে নেয় কলকাতা। তবে দলে যোগ দিতে অনেকটা সময় লেগে যায় তার দেশের খেলার ব্যস্ততা থাকায়। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের কারণে বিসিবি তাকে অনাপত্তিপত্র দেয়নি আগে। সিরিজ শেষে গত রোববার সন্ধ্যায় ঢাকা ছাড়েন তিনি। লিটন দলে যোগ দেওয়ার পর সানরাইজার্সের বিপক্ষে ম্যাচটি কলকাতার প্রথম লড়াই। এই ম্যাচে লিটনের একাদশে সুযোগ পাওয়ার খুব একটা সম্ভাবনা ছিল না। ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবেও লিটনকে রাখেনি তারা। কলকাতার হয়ে আপাতত ওপেন করছেন রহমানউল্লাহ গুরবাজ, তিনিও লিটনের মতো কিপার-ব্যাটসম্যান ও ওপেনার। তিন ম্যাচে ১৩০.৫৫ স্ট্রাইক রেট ও ১ ফিফটিতে ৯৪ রান করা আফগান ব্যাটসম্যানের ওপরই ভরসা রেখেছে দলটি। কলকাতা স¤প্রতি দলে যোগ করেছে ইংলিশ ওপেনার জেসন রয়কে। গুরবাজ খারাপ করলেও তাই লিটনের সুযোগ পাওয়ার সম্ভবনা খুব জোরাল নয়। আসরে চতুর্থ ম্যাচ খেলতে নামা কলকাতা ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে আছে চতুর্থ স্থানে। সানরাইজার্সের অবস্থান নবম। তিন ম্যাচে তাদের জয় কেবল একটি।