মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

আইপিএল: অভিষেক-ক্লাসেনের ব্যাটিংয়ে তৃতীয় জয় হায়দারাবাদের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: অভিষেক শর্মা ও দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেনের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪০তম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদ ৯ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। অষ্টম ম্যাচে তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে উঠেছে হায়দারাবাদ। সমানসংখ্যক ম্যাচে ষষ্ঠ হারে ৪ পয়েন্টে টেবিলের তলানিতে দিল্লি। এ ম্যাচেও দিল্লির হয়ে খেলার খেলার সুযোগ পাননি বাংলদেশি পেসার মুস্তাফিজুর রহমান। গতরাতে দিল্লির মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার অভিষেকের ঝড়ো ব্যাটিংয়ে রানের চাকা ঘুড়তে থাকে হায়দারাবাদের। ১২টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৬৭ রান করে আউট হন অভিষেক। পরের দিকে ক্লাসেনের ২টি চার ও ৪টি ছক্কায় ২৭ বলে অপরাজিত ৫৩ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৭ রানের বড় সংগ্রহ পায় হায়দারাবাদ। দিল্লির অস্ট্রেলিয়ান মিচেল মার্শ ৪টি উইকেট নেন। জবাবে ইনিংসের দ্বিতীয় বলে অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে হারায় দিল্লি। দ্বিতীয় উইকেটে ৬৬ বলে ১১২ রান তুলে দিল্লিকে জয়ের পথেই রাখেন ইংল্যান্ডের ফিল সল্ট ও মার্শ। হাফ-সেঞ্চুরির স্বাদ নেয়া সল্ট-মার্শের বিদায়ের পর দিল্লির পরের দিকের ব্যাটাররা দায়িত্ব নিতে ব্যর্থ হয়। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান করে ম্যাচ হারে দিল্লি। ৯টি চারে ৩৫ বলে ৫৯ রান করেন সল্ট। ১টি চার ও ৬টি ছক্কায় ৩৯ বলে ৬৩ রান করেন মার্শ। দল হারলেও অলরাউন্ড নৈপুন্যে ম্যাচ সেরা হন দিল্লির মার্শ। দিনের আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ৭ উইকেটে হারিয়েছে কোলকাতা নাইট রাইডার্সকে। এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গুজরাট। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে কোলকাতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com