তালা প্রতিনিধি \ তালার মাগুরায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তালার মাগুরা যুব সংঘের আয়োজনে মাগুরা ফুটবল ময়দানে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় জোর প্রতিদ্বনি্দ্বতা করেন আনদুলিয়া স্পোর্টিং ক্লাব ও মাগুরা যুব সংঘ। এ খেলায় আনদুলিয়া স্পোর্টিং ক্লাব ০১ গোল করে বিজয় নিশ্চিত করেন। খেলা শেষে মাগুরা যুব সংঘের আহবায়ক ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং একই সাথে পুরস্কার বিতরণ করেন, কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা—০১ (তালা কলারোয়ার) সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় উপস্থিত বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ সভাপতি সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, বিএনপি নেতা শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, প্রভাষক সাঈদুর রহমান, যুবনেতা সাঈদুর রহমান সাঈদ, শাহিনুর রহমান, সরজিৎ সরকার, মীর মিল্টন, সাংবাদিক খান নাজমুল হুসাইন প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ যা করেছে আমরা তা করবো না! স্বৈরাচারের শাসনামলে শিক্ষা ব্যবস্থায়কে কলুষিত করেছিল। দলের ব্যক্তিগত স্বার্থে চরিতার্থ করার জন্য ইসলামিক দল বিএনপিসহ আলেম—ওলামা ধ্বংসের জন্য পুলিশকে ব্যক্তিগতভাবে ব্যবহার করেছিল। এই এলাকার প্রভাষক বিপ্লব কবির ও আজহারুল ইসলামকে নৃশংসভাবে ক্রসফায়ার দেওয়া হয়েছিল। আইনের শাসন বলে কিছুই ছিল না আমাকে গাড়ি বহর হামলা মামলায় প্রধান আসামি করে ৭০ বছর জেল দেওয়া হয়েছিল তখন আমি ছিলাম ঢাকায়।