এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেসি কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। যুগ্ম-সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, ইশ্বরীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শোকর আলী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, প্রচার প্রকাশনা সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জ্জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক অলিউর রহমান সহ উপজেলা, ইউনিয়ন আওলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ জন্ম লগ্ন থেকে দেশের জনগণের পক্ষে কাজ করছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এটা আমলীগের সাফল্য। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র অক্লান্ত পরিশ্রমের কারনেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর দৃঢ়চেতা মনোভাবের কারণে নিজস্ব অর্থায়নে স্বপ্নের সেতু পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায়। ২৫ জুন শনিবার পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান সফল করতে নেতাকর্মী সকলকে অনুষ্ঠানে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়।