এফএনএস: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। গতকাল বুধবার দুপুর ১২টা ৯ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয়েছে ১২টা ২৭ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। এর মাধ্যমে শুরায়ে নেজাম (জোবায়ের অনুসারী) তাবলিগ জামাতের টানা ৬ দিনের বিশ্ব ইজতেমা শেষ হলো। এদিকে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সা’দ অনুসারী মুসল্লিদের তিন দিনের বিশ্ব ইজতেমা শুরু হবে। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই দিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে শুরায়ে নেজাম। আগামী বছরেও বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমা ২০২৬ সালের ২ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৪ জানুয়ারি। দ্বিতীয় পর্বের ইজতেমা ৯ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, সোমবার থেকে এবারের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়। এর আগে ৩১ জানুয়ারি শুরু হয় প্রথম ধাপের ইজতেমা। আখেরি মোনাজাতের মাধ্যমে ২ ফেব্রুয়ারি সেটি শেষ হয়।