শিবপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা আগরদাড়ী ৭৪তম ২দিন ব্যাপী বার্ষিকী আমিনিয়া ঈছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। ঈছালে ছাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে গত সোমবার বিকাল থেকে আগরদাড়ী মাদ্রাসা চত্ত্বরে অনুষ্ঠিত হয়। মাহফিলের সমাপনী দিনে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক হযরত মাওলানা মোকাররম হুসাইন সাঈদী সহ অন্যান্য আলেমগন বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, শিবপুর ইউপি চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও আলেম গণ উপস্থিত ছিলেন। মাহফিলে সভাপতিত্বে করেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আ’লীগের নেতা মো: গোলাম মোরশেদ।