শিবপুর প্রতিনিধি \ বৃহস্পতিবার বাদ আছর আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবীর হোসেন মিলন এর পিতা মোঃ নুরুল ইসলাম এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে শিক্ষাবিদ মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে দোয়া অনুষ্টান ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। ইফতার মাহফিল ও দোয়া অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রয়ী সাংগঠনিক সেক্রেটারী ও পরিচালক খুলনা অঞ্চল মুহাদ্দিস আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুগ্নসম্পাদক মোঃ ওমর ফরুক, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা শাহাদাত হুসাইন, সদর উপজেলা জামায়াতের আমির মাওঃ মোশারাফ হোসেন, আগরদাঁড়ী ইউনিয়ননের জামায়াতের আমির মাওঃ মনিরুজ্জামান, আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন প্রমূখ। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনার প্রধান অতিথি নুরুল ইসলাম এর রুহের মাগফিরাত ও দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন মুহাদ্দিস আব্দুল খালেক। দোয়া অনুষ্ঠানে এলাকার অসংখ্য মানুষ উপস্থিত হয় ।