শিবপুর প্রতিনিধি ঃ সাতক্ষীরায় চার দলীয় আগরদাড়ী চেয়ারম্যান কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিলন হোসেন কবিরের সভাপত্বিতে গতকাল বিকালে বাবুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএমবার তিনি বলেন, খেলাধুলা মানুষের মনকে প্রফুল রাখে। যুব সমাজকে মাদক থেকে পরিহার করে খেলার প্রতি গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে করোনা ভাইরাস রোধ করা সম্ভব হয়েছে। দেশে শতকরা ৮০ ভাগ মানুষ করোনা টিকা গ্রহন করেছেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মাদ গোলাম কবির, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ,বাবু গোপাল চন্দ্র ঘোষাল, এ্যাডভোকেট শ্যামল ঘোষাল, আওয়ামীলীগ নেতা মোঃ হাবিবুর রহমান হবি, তাপস আর্চায্যসহ আগরদাঁড়ী ও শিবপুর ইউনিয়নের সদস্যবৃন্দ। পরন্ত বিকালে হাজার হাজার দর্শকের উপস্থিতে খেলাটি আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়। খেলায় চুপড়িয়া স্পটিং ক্লাব লাবসা স্পটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ।