স্টাফরিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। আগামীকাল বিকাল ৫টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা সদর আসনের সংসদসদস্য মো: আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি, সাদক্ষীরা সদরের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও জেলা নাগরিক অধিকার ওউন্নয়ন সমন্বয় কমিটির সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু। উক্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান করেছেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম, সিনিয়র সহসভাপতি ও সংবর্ধনা উপ-কমিটির আহবায়ক ডা: আবুল কালাম বাবলা।