আগামীর সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর স্বীকৃতি প্রদানসহ ৮দফা দাবিতে ৫ ডিসেম্বর বিশ^ মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস—২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে এবং নাগরিক উদ্যোগের সহযোগিতায় মানব বন্ধনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা কমিটির সাঃ সম্পাদক দুলাল চন্দ্র দাশ। মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা পৌর কমিটির সভাপতি কার্তিক চন্দ্র দাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার জুয়েল সরকারসহ মনি সংকর হালদার, মধুসদূন দাশ, গৌতম দাশ, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা কমিটির সদস্য মন্টু কুমার দাশ, সুম্মিতা দাশ, অনিমা দাশ, লিপিকা দাশ। মানববন্ধনে দলিত জনগোষ্ঠীর নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি