স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ১৫তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী কাল মধুমলারডাঙ্গী জামে মসজিদের ও এলাকাবাসীর উদ্যোগে মধুমলারডাঙ্গী খুলনা রোড হতে পশ্চিমে বাসটার্মিনাল সংলগ্ন স্থানে মসজিদের সভাপতি মো: আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকে কোরআন হাদীসের আলোকে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কুরআন হযরত মাওলানা আবুজার গিফারী ঝিনাইদা, দ্বিতীয় বক্তা হিসাবে কোরআন হাদীসের আলোকে বক্তব্য রাখবেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক দক্ষিন খুলনা, তৃতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখবেন হযরত মাওলানা শাহ মো: আব্দুল জব্বার সাতক্ষীরা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পৌর আ’লীগের সাধারন সম্পাদক মো: শাহাদাৎ হোসেন, চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা (সাগর), মো: জিলুর রহমান, মাহফিল পরিচালনা করবেন মসজিদের পেশ ইমাম এসএম মামুনুর রশীদ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৌর সভাপতি মো: নুরুল হক, সার্বিক তত্ত¡াবধানে থাকবেন মসজিদের সাবেক সভাপতি আলহাজ্ব মো: মহসিন মোল্যা ও মসজিদ কমিটির সাধারন সম্পাদক মোঃ আশরাফ আলী। মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকি হাসিল করুন।