স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা আলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আলীগের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আলীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তিনি বলেন, আগামী নির্বাচন পর্যন্ত আ’লীগের সকল নেতা কর্মীকে রাজপথে থাকতে হবে। বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। দেশকে আর কোনোভাবে সহিংসতার দিকে ঠেলে দিতে দেওয়া হবে না। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দেশে অস্থিশীল সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার খুলনার মহা সমাবেশ কে জনসমুদ্র পরিণত করতে হবে।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আলীগের সিনিয়র সহ-সভাপতি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধাঃ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা আ’লীগের নেতা শেখ এজাজ আহমেদ স্বপন, ডাঃ মুনসুর আহমেদ, লায়লা পারভীন সেঁজুতি, মোঃ সাহাদাৎ হোসেন, সদর উপজেলা সভাপতি শেখ আব্দুর রশিদ, উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী, চেয়ারম্যান আমিনুর রহমান লাল্টু, চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, চেয়ারম্যান মোঃ আতাউল হক দোলন, আলীগের নেতা নরীম আলী মাস্টার, মোঃ মুজিবর রহমান, মোঃ নুরুল ইসলাম, শেখ ফিরোজ আহমেদ স্বপন, জেলা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান, জেলা ছাত্র লীগের সভাপতি এস এম আশিকুর রহমান। এসময় জেলা আলীগের সকল নেতৃবৃন্দ উপজেলার আলীগের সভাপতি, সম্পাদক, সকল অংঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আলীগের সাধাঃ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।