এফএনএস: আগামী সপ্তাহে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন আলজেরিয়া ও মিসর সফর করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। আগামী সপ্তাহে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। গতকাল সোমবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। রফিকুল আলম বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও আলজেরিয়া এবং ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ও মিসরের মধ্যে দ্বিতীয় দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। এর আগে সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ এবং আলজেরিয়ার মধ্যে ভার্চুয়ালি এবং ২০১৮ সালে ঢাকায় বাংলাদেশ ও মিসরের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তিনি আরও জানান, মিসর ও আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের রফতানি বাজার প্রসার, রফতানি পণ্যে বৈচিত্র্য আনার ভালো সম্ভাবনা আছে। আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে উজ্জ্বল সম্ভাবনা আছে এবং দুই দেশের মধ্যে জ্বালানি বিষয়ক সমঝোতা স্মারক আলোচনায় আছে। আলজেরিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের এফবিসিসিআই, মিসরের ফেডারেশন অব চেম্বার অ্যান্ড কমার্সের সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্সের সঙ্গে দুটি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে। ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সার্বিক বাণিজ্য উন্নয়নে ভূমিকা রাখবে বলে ধারণা করা যাচ্ছে। এছাড়া এক প্রশ্নের জবাবে রফিকুল আলম জানান, বর্তমানে ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৫২০ জন। এর মধ্যে ২ লাখ ৪ হাজার ২৭৪টি পরিবার আছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে ৫২ শতাংশ শিশু, ৪৪ শতাংশ প্রাপ্ত বয়স্ক এবং ৪ শতাংশ বয়স্ক আছেন। আশ্রিতদের মধ্যে ৪৯ শতাংশ পুরুষ এবং ৫১ শতাংশ নারী। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে প্রতিবছর আনুমানিক ৩০ হাজার শিশু জন্মগ্রহণ করে। এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা নিয়ে পরিষ্কার কোনও ধারণা দিতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চিঠি এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, কোনও দেশ থেকে সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশ ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে পারে। রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রেড অ্যালার্টের বিষয়ে আমার কাছে হালনাগাদ তথ্য নেই। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চিঠি প্রসঙ্গে তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত এই বিষয়ে কোনও তথ্য নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্ব আছে বলে প্রমাণ পেয়েছে দুদক। এ প্রসঙ্গে রফিকুল আলম বলেন, আমাদের কাছে এ সংক্রান্ত কোনও ডকুমেন্ট আসেনি। সুতরাং, এখানে প্রি—ম্যাচিওর স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। আমরা এখনও চিঠি পাইনি, চিঠি আসেনি। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ দ্বৈত নাগরিকত্ব থাকলে সরকারি কাজে নিযুক্ত হওয়া যায় না। এর ব্যত্যয় কোথায় কী হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে।