কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালের পহেলা জানুয়ারি। সংগঠনটিকে আরও বেগমান করার জন্য নতুন কমিটি গঠনের প্রয়োজন। সে কলারোয়া ইলেকট্রিশিয়ান ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ১৭ জুলাই। এই নির্বাচনকে সামনে রেখে ৩ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করেছে সংগঠনটি। রবিবার (১৪ জুলাই) সকালে কলারোয়া উপজেলা সদরের থানা সংলগ্ন রূপালী ব্যাংকের দক্ষিণ পার্শ্বে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিচালনায় তিন সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনটির রেজুলেশনে মোহাম্মদ আজগর আলীকে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক করা হয়েছে। আর শেখ কবিরুল ইসলামকে সদস্য সচিব ও শেখ শরিফ হাসান সবুজকে সদস্য করা হয়েছে। কলারোয়া ইলেকট্রিশিয়ান ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আজগর আলী বলেন, আগামি ১৭ জুলাই বুধবার এই সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিটি গঠনের এই নির্বাচনে ভোট দিতে পারবেন সংগঠনের ৩০০ জন পরিচিতি কার্ডধারী সদস্যরা। এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।