স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা ব্যাপী বাৎসরিক মহিলা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হবে। আগামী ২রা ফেব্র“য়ারী সাতক্ষীরা স্টেডিয়ামে প্রতি থানা ও ক্লাব থেকে প্রতিটি ইভেন্ট ২ জন করে অংশ গ্রহনের সুযোগ পাবে। তবে ১ জন প্রতিযোগী ৩ এর অধিক হতেই অংশ গ্রহনের সুযোগ পাবে না। এখানে ক,খ,গ বালিকা ৮ম, ৯ম + ১০ম শ্রেণী, কলেজ এবং ২৫ উর্দ্ধ মহিলারা অংশ গ্রহন করতে পারবে। ইভেন্ট থাকবে দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, রিলেরেস, লৌহ গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ। প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য আহবান করেছেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফারহাদীবা খান সাথী।