শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে হাসিনার স্বৈরতন্ত্র: কূটনীতিকদের ইউনূস ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের নলতা আহসানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষের দুর্নীতি ॥ উত্তাল নলতা ॥ শিক্ষক কর্মচারীরা মতবিনিময় করলেন ডাঃ শহিদুল আলম ও চেয়ারম্যান আজিজুর রহমানের সাথে মহামারীর দ্বারপ্রান্তে গাজা আলোচনায় থাইল্যান্ড ॥ বন্দী থাকসিন মুক্ত হরিনগর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানদের মাঝে নগদ অর্থ প্রদান পাইকগাছায় একটি বাঁশের সাঁকো পারাপারে এলাকাবাসীর চরম ভোগান্তি মাথাভারি হচ্ছে প্রশাসনের ॥ বাড়ছে সরকারের দু:চিন্তা ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এর পদত্যাগ দাবীতে-মানববন্ধন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আগামী ২০৪১ সালের মধ্যে দেশে ৭৪ হাজার ২৫৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০২৪

ঢাকা ব্যুরো ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংসদে বলেছেন, ২০৪১ সালের মধ্যে দেশে ৭৪ হহাজার ২৫৩ মেগীওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছি। আর ওই লক্ষ্যে পোঁছাতে আগামী ২০৩০ সালের মধ্যে ৩৯ হাজার ৩২৪ মেগাওয়াট বিদ্যুৎ উন্নীতকরণে আমরা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি। গতকাল বৃহষ্পতিবার জাতীয় সংসদে এমপি সোহরাব উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন। প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৫ বছরে নতুন করে ২৫ হাজার ৭৯৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ৩০ হাজার ৭৩৮ মেগাওয়াট। এ যাবতকালের ইতিহাসে সর্বোচ্চ ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে গত ৩০ এপ্রিল। দেশে চাহিদার চেয়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ থাকলেও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পরিপূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এ কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সাময়িক অসুবিধা হচ্ছে। সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিনের এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে শুধু বিদ্যুৎ খাতে বরাদ্দ ভর্তুকির পরিমান ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ৩১ হাজার ৮৩৩ কোটি টাকা ইতোমধ্যে নগদ ও বন্ডের মাধ্যমে দেয়া হয়েছে। এছাড়া এলএনজি আমদানির ব্যয় মেটাতে গ্যাস খাতে ভর্তুকি দেয়া হয়েছে ৫ হাজার ৫০০ কোটি টাকা। গ্যাস খাতে আরও একহাজার কোটি টাকা ভর্তুকির প্রয়োজন হবে। তবে সরকার চলতি বছর আšত্মর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের উদ্যোগ নেয়ার পর থেকে এ খাতে কোনো ভর্তুকি দিতে হচ্ছে না। গতকাল ব সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। নসরম্নল হামিদ বলেন, চাহিদার তুলনায় প্রাšিত্ম কম হলে সাধারনত লোডশেডিং হয়। সারাদেশ জুড়ে তীব্র তাপদাহের কারণে বিদ্যুৎ ব্যবহার বাড়ার ফলে গ্রামাঞ্চলে কিছু কিছু এলাকায় চাহিদার তুলনায় প্রাপ্তি কম হওয়ায় সীমিত আকারে লোডশেডিং হয়েছে। এছড়া রক্ষণাবেক্ষণ কাজে প্রয়োজনীয় সময়ের জন্য লোডশেডিং করা হয়। সরকার শহর ও গ্রাম নির্বিশেষে সমতার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহে সচেষ্ট রয়েছে। সেচ মৌসুমে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দেয়া হয়েছে।এমপি সোহরাব উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বিগত ১৫ বছরে বিদ্যুৎ খাতে অভাবনীয় উন্নতি হয়েছে। সরকার ২০০৯ সালে দায়িত্ব নেবার পর বিদ্যুৎ খাতের উন্নয়নে তাৎক্ষণিক, স্বপ্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে নিবিড় তদারকির মাধ্যমে বা¯ত্মবায়ন করে যাচ্ছে। ২০০৯ সালের জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যšত্ম ২৫ হাজার ৭৯৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ফলে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ ৩০ হাজার ৭৩৮ মেগাওয়াটে উন্নীত হয়েছে। এ যাবত গত ৩০ এপ্রিল সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট। দেশে চাহিদার চেয়েও স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেশি। তবে কোভিড-১৯ মহামারি পরবর্তীতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পরিপূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। এর ফলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকা সšেত্মও কিছু কিছু স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সাময়িক অসুবিধা হচ্ছে। দেশীয় উৎপাদন ও এলএনজি আমদানির মাধ্যমে বর্তমানে ৩০০০ থেকে ৩১০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হচ্ছে, অথচ দৈনিক ৩৮০০-৪০০০ মিলিয়ন ঘনফুট বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ। গতকাল জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম, আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের উত্তরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ তথ্য জানান। গ্যাসের সরবরাহ বাড়াতে আগামী ২০২৫ সালের মধ্যে ৫০টি ও পরবর্তী তিন বছরের মধ্যে আরও ৮০-১০০টি কূপ খনন ও ওয়ার্কওভার (সংস্কার) করা হবে বলে জাতীয় সংসদে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com