এড. তপন কুমার দাস \ বিশিষ্ট কবি সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যান শেখ মফিজুর রহমান বলেছেন, আগে নিজে অনুপ্রাণিত হন, এরপর অন্য কে অনুপ্রাণিত করুন। তিনি আরো বলেন, সাতক্ষীরা ঢাকা থেকে প্রায় ৩শ কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট শহর। আর সেই ছোট্ট শহরেও লিগাল এইডের বাতি জ্বলছে। এটি একটি ভালো কাজ, ভালো কাজ যেখানেই করা হোক তার অবদান বিশ্বজনীন ও সার্বজনীন। যা সকলের জন্য হিতকর, এর প্রভাব পাশের জেলায় পড়বে। তিনি আরো বলেন, প্রত্যেক মানুষের মধ্যে অমিত সম্ভাবনা আছে। যদি অমিত সম্ভাবনাকে কাজে লাগানো যায় অবশ্যই আমরা আমাদের কাঙ্খিত জায়গায় পৌঁছাতে পারবো। সেজন্য আমাদের প্রত্যেককে কাজ করে যেতে হবে। গতকাল অপরাহ্ণে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এমজি আজম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজা রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ জয়ন্ত সরকার, সদ্য যোগদানকৃত জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ মোঃ মনিরুল ইসলাম, পিপি এড. মোঃ আব্দুল লতিফ, জিপি এড. শম্ভুনাথ সিংহ। এর পূর্বে উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মমতাজ আহমেদ বাপ্পি, পর্যবেক্ষক এড. খায়রুল বদিউজ্জামান, এনজিও হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মোঃ সাকিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উত্তরণের এড. মনির উদ্দিন মনির, প্রতিবন্ধী কল্যাণ সমিতির আবুল কালাম আজাদ, সাতক্ষীরা সদর উপজেলার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ, চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, চেয়ারম্যান মোঃ ইসরাফিল, চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।