রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: আজ রোববার থেকে আবু ধাবিতে শুরু হচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। আসরের প্রথম দিনই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এবারের বিশ্বকাপের বাছাই পর্বে গ্র“প ‘এ’তে রয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের কালকের ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ছাড়া গ্র“পের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এছাড়া বাছাইপর্বের ‘বি’ গ্র“পে রয়েছে জিম্বাবুয়ে, থাইল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও সংযুক্ত আরব আমিরাত। ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবু ধাবিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। আজ রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে গতকাল শনিবার একমাত্র প্রস্তুতি ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৫৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ দল। লতা মন্ডলের ৫ উইকেটে বেশ সহজেই স্বাগতিকদের হারিয়েছে বাংলার বাঘিনীরা। তাই কালকের ম্যাচে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী থাকার কথা বাংলাদেশ দলের। তবে কাল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম খেলতে নামার আগে একটা বড় ধাক্কাও খেয়েছে বাংলাদেশ দল। ইঞ্জুরির কারণে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে গেছেন দলের দুই নির্ভরযোগ্য পারফরমার ব্যাটার ফারজানা হক ও পেসার জাহানারা আলম। অনুশীলনে ডান-হাতে চোট পেয়ে বাছাইপর্ব থেকে ছিটকে গেছেন জাহানারা। অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে দলের বাইরে আসতে হয়েছে ফারজানাকে।তাদের দুজনের বদলি হিসেবে দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে বাঁ-হাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা ও স্পিন অলরাউন্ডার সোহেলি আক্তারের। বাছাই পর্বের প্রথম দিন বাংলাদেশ-আয়ারল্যান্ড ছাড়াও আরও তিনটি ম্যাচ রয়েছে। সেখানে লড়বে সংযুক্ত আরব আমিরাত-থাইল্যান্ড, জিম্বাবুয়ে-পাপুয়া নিউ গিনি এবং স্কটল্যান্ড-যুক্তরাষ্ট্র। র‌্যাংকিংইয়ের নিচের সারির দলগুলোকে নিয়েই বাছাই পর্বের দলগুলোকে নিয়েই অনুষ্ঠিত হচ্ছে বাছাইপর্ব। মোট আটটি দল দুই গ্র“পে ভাগ হয়ে বাছাই পর্বে খেলবে। দুই গ্র“পের সেরা দুই দল সেমিফাইনালে খেলবে। সেমিফাইনালের বিজয়ী দুই দল ফাইনাল খেলবে। ফাইনালের দুই দলই আগামী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আগামী বছরের ৯ ফেব্র“য়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। আইসিসি র‌্যাংকিংয়ের উপরের দিকের থাকায় সরাসরি বিশ্বকাপ খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com