কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাংগা কিষান মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে আজ বিকাল ৪টা হতে সিলসিলায়ে ফুরফুরা শরিফের অনুসারীদের উদ্যোগে সিলসিলায়ে ফুরফুরা শরিফের মতাদর্শের তা’লিমে জিকির ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে । মাহফিলে প্রধান মেহমান হিসাবে ওয়াজ করিবেন ফুরফুরা শরিফ ভারতের জমিয়াতে ওলামা বাংলার সভাপতি আওলাদে মুজাদ্দিদে জামান শাহ সুফি পীর আলামা মুফতি মাওলানা মুহাম্মাদ ইমরানুদ্দীন সিদ্দিকী আল কুরাইশী। বিশেষ মেহমান হিসাবে কুরআন ও হাদিস থেকে আলোচনা করবেন আলামা মুফতি মাওলানা মুহাম্মাদ আজমাতুলাহ সিদ্দিকী আল কুরাইশী সহ অন্যান্য ওলামায়ে কেরামগণ। উক্ত মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি কামনা করেছেন মাহফিল কর্তৃপক্ষ।