স্টাফ রিপোর্টার ঃ আজ সারা দেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইভিএমের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সারা দেশের ন্যায় সাতক্ষীরার জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আওয়ামীলীগ মনোনীত আলহাজ্ব নজরুল ইসলাম (মোটর সাইকেল প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী খলিলুলাহ ঝড়– (চিংড়ী মাছ প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। সাতটি সাধারন ওয়ার্ড ও তিনটি সংরক্ষীত নারী সদস্য পদ তিনটি। দশটি সদস্য পদে প্রার্থী ছত্রিশজন জেলায় সাত উপজেলায় বারটি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গ্রহন সকল প্রস্তুতি সম্পন্ন, আজ সকাল নয়টা হতে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে আইন শৃংখলা বাহিনী অবস্থান করবেন।