বিষ্ণুপুর প্রতিনিধি ঃ বিষ্ণুপুরে আজ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দূর্গা পূজা কে ঘিরে বিষ্ণুপুরে ৮ টি পূজা মন্ডপে বর্ণিল বর্ণে রং তুলির আঁচড়ে সাজছেন দেবী দূর্গা এদিকে বিষ্ণুপুর ৩ টি, কোমরপুর ১টি, পারুলগাছা ১টি, বন্ধকাটি ১টি, জয়পত্রকাটি ২ টি, সহ এ সকল পূজা মন্ডপে রং তুলির কাজ সম্পূর্ণ হয়েছে।প্রতিটি পূজা মন্ডপে তৈরী করা হয়েছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, অসুর, সিংহ, হাঁস, পেঁচা, সর্পসহ বিভিন্ন প্রতিমা। আজ থেকে ৫ দিন ব্যাপী চলবে হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, দেবীকে স্বাগত জানাতে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে বিষ্ণুপুর হিন্দু সম্প্রদায়ের সব ধরনের শ্রেণী পেশার নারী পুরুষদের মধ্য। এদিকে বিষ্ণুপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শিবদাস বদ্র্য বলেন আমরা শারদীয় দুর্গা পূজাকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তিনি বলেন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে আমাদের ইউপি সদস্য, গ্রাম পুলিশ, আনসার বাহিনীর সহ আইন শৃঙ্খলা বাহিনী মাধ্যমে প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তার ব্যবস্থা থাকবে।