শিবপুর প্রতিনিধি \ প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট হাদীসবেত্তা মরহুম আল্লামা রুহুল আমিন (রহঃ) এর স্মৃতি বিজড়িত ৭৫তম আগরদাঁড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ২৬ ও ২৭ ফেরু্রয়ারী ২০২৫,ইংরেজী রোজ— বুধবার ও বৃহস্পতিবার আগরদাঁড়ী মাদ্রাসা ময়দানে অনুষ্টিত হবে। উক্ত ৭৫তম আগরদাঁড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে জনাব মোস্তাক আহমেদ জেলা প্রসাশক সাতক্ষীরা এর সভাপতিত্বে মাহফিল শুরু হইবে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মুহাদ্দিস আব্দুল খালেক,খুলনা কেন্দ্রীয় সাংগঠিক সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১ম দিনের বিশিষ্ট বক্তাগন এ্যাডঃ গাজী এনামুল হক, সুপ্রিম কোর্ট, ঢাকা ও ২য় দিনের বিশিষ্ট বক্তাগন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন,ঢাকা উক্ত মাহফিলে আরো উলামা ইকরাম বক্তব্য রাখবেন।